মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যের রানী; খড়িবাড়িতে কটাক্ষ সৌমিত্র খাঁ’র
মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যের রানী, মিথ্যে কথা বলতে ভালোবাসেন। শুক্রবার খড়িবাড়িতে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমড় বেঁধে নেমেছে বিজেপি। উত্তরবঙ্গে ক্ষমতায় আসতে জোড় দিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। শুক্রবার কলকাতা থেকে বাগডোগরা বিমান বন্দরে নেমে সোজা খড়িবাড়ির উদ্দ্যেশ্যে রওনা দেন।
দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কথা বলছেন, আমার মনে হয় তিনি সব সময় মিথ্যে কথা বলেন। কারণ খড়িবাড়িতে আসার সময় দেখলাম যে রাস্তাও বানানো হয়নি। যতটুকু ন্যাশনাল হাইওয়ে অথরিটি কাজ করছে। এখানে উন্নয়ন নিয়ে যা শুনলাম এখানে নদীর চর, বনভূমি তৃণমূল নেতারা ভালো করে দরদাম করে বিক্রি করছেন।
তিনি আরও বলেন, এটা লজ্জার বিষয় উন্নয়নের কিছু নেই। উত্তরবঙ্গের ১০ বছরে চা-শ্রমিকদের কোন সুরাহা করতে পারলেন না। আদিবাসী ভাইদেরও কোন সুরাহা করতে পারলেন না, না উত্তরবঙ্গের মানুষদের কোন সুরাহা করতে পারলেনা।
এবং সবশেষে খড়িবাড়ি কদমতলায় অবস্থিত রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন সৌমিত্র খাঁ।