Skip to main content

পঠন-পাঠনের পাশাপাশি এবার স্কুলেই হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং ক্লাস



সুখবর; পঠন-পাঠনের পাশাপাশি এবার স্কুলেই হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং ক্লাস


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৮ আগস্টঃ এবার থেকে স্কুলের গন্ডিতেই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির কোচিং ক্লাস আয়োজিত হবে। প্রাথমিকভাবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে এই কোচিং ক্লাস শুরু হতে চলেছে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এমনটাই জানালেন মন্ত্রী তথা স্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেব।

জানা গিয়েছে, ইচ্ছুক ও বাছাই করা ছাত্রদের নিয়েই শুরু হতে চলেছে এই কোচিং ক্লাস। একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য জয়েন্ট এনট্রান্স, আইআইটি, নীট এবং কলা ও বানিজ্য বিভাগের ছাত্রদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং ক্লাস শুরু হবে। প্রথম ধাপে অনলাইনে ক্লাস চলবে৷ পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্কুল খুললে নিয়মিত পঠন-পাঠনের অন্তর্ভুক্ত করেই এই কোচিং ক্লাস চলবে৷