হাতির হানা খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রামের মঞ্জয়জোতে

 খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রামের মঞ্জয় জোত এলাকায় সোমবার সকালে টুকুরিয়া জঙ্গল থেকে হঠাৎ করে বেরিয়ে আসে একটি হাতি। 
হাতিটি দেখতে দৌড়াদৌড়ি পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে।  হাতিটি সারা গ্রাম দাপিয়ে বেড়ায়। এমনকি ক্ষেতে গিয়ে ফসলও খেয়ে ফেলে।
 ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। কিছুক্ষণ পর হাতিটি জঙ্গলে ফিরে যায়।