পারিবারিক অশান্তির জের! দুই সন্তানের গলায় ফাঁস লাগিয়ে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

দুই সন্তানের গলায় ফাঁস লাগিয়ে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক গৃহবধূর। স্থানীয়দের তৎপরতায় মহিলা প্রাণে বাঁচলেও দুই শিশুর মৃত্যু হয় জলে ডুবে। ঘটনায় ওই মহিলাকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম লক্ষী সোরেন বাস্কে। অন্যদিকে, তার অভিযোগের ভিত্তিতে তার স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
জানা গিয়েছে, খড়িবাড়ি ব্লকের পূর্ব গোধিরা জোতের বাসিন্দা লক্ষী সোরেন বাস্কে। স্বামী মঙ্গল বাস্কে। তাদের দুই সন্তান নমিতা ও সঙ্গীতা। পুলিশ সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানের গলায় ফাঁস লাগিয়ে নিয়ে নদীতে ঝাঁপ দেয় ওই মহিলা। ঘটনাটি নজরে আসতেই মহিলাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে, দুই শিশু কন্যাকেও উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর মহিলার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মহিলা তার স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তোলেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলার স্বামীকেও গ্রেপ্তার করে পুলিশ।