গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের থানায়, ঘটনার তদন্তে পুলিশ

পণের দাবীতে পরিকল্পিতভাবে গায়ে আগুন ধরিয়ে দিয়ে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার স্বামী সহ শশুর শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ি শহর সংলগ্ন ভালোবাসা মোড় এলাকার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিকে, ঘটনার জেরে মৃতার পরিবারের তরফে লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করা হয় এনজেপি থানায়।

জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম নিকিতা রায়। প্রায় দেড় বছর আগে শিলিগুড়ি শহর সংলগ্ন ভালোবাসা মোড় এলাকার বাসিন্দা বিষ্ণু বর্মনের সাথে তার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার দাবী করে প্রায়ই মারধর করত নিকিতাকে। বারকয় টাকাও পাঠানো হয়েছিল চাহিদা অনুসারে। সম্প্রতি ফের একবার টাকার দাবী করে নিকিতাকে তার বাবার বাড়ি পাঠানো হয়েছিল। যদিও কোরোনা আবহে টাকা না দিতে পারায় তার ওপর অত্যাচার বাড়ানো হয়। অভিযোগ, এরপরেই তাদের মেয়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনার প্রেক্ষিতে পরিবারের তরফে খুনের তরফে অভিযোগ দায়ের করা হয় মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে মৃতার শ্বশুর রাজকুমার বর্মণকে ফোন করা হলে তিনি জানান, অভিযোগ ভিত্তিহীন। ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না।

এদিকে ঘটনার পরেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামীকে ডেকে পাঠানো হয়েছে বলেই খবর।