সাংবাদিক বৈঠকের জন্য গিনেস বুকে নাম উঠবে রাজ্যপালের; কটাক্ষ গৌতমের
রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান।
তিনি যাতে সংবিধানের নির্দেশ অনুযায়ী কাজ করেন। তিনি যাতে কোনো রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ না হন। আজ এক সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। একইসঙ্গে রাজ্যপালকে উদ্দেশ্য করে বাংলায় আগুন নিয়ে না খেলার পরামর্শ দেন মন্ত্রী।
এদিন সকালে এক জরুরিকালীন সাংবাদিক বৈঠক সারলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যপাল সরাসরি স্যাফরন পার্টির ক্যাডারের ভূমিকায় নেমে পড়েছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিনের শেষে সাধারণ মানুষ রাজ্যপালের এই ভূমিকা বিচার করবে। রাজ্যপালের যদি কোনো বক্তব্য থাকে তিনি দিল্লিতে নোট পাঠাতে পারেন, রিপোর্ট পাঠাতে পারেন। কিন্তু তিনি না করে শিয়ালদা থেকে রিলে রেসের মতো ধারাবাহিক বক্তব্য দিতে দিতে আসছেন। রাজ্যপালের এই সাংবাদিক বৈঠকের জন্য গিনেস বুকে নাম উঠবে। কারণ ভারতবর্ষে এই প্রথম কোনো রাজ্যপাল এত অল্প সময়ে এতবার সাংবাদিক বৈঠক করছেন। এই রাজ্যপালের কাজ হল সকাল থেকে রাত্রি সাংবাদিক বৈঠক করা। সরকারকে কালিমালিপ্ত করা। তিনি আরও বলেন, রাজ্যপাল তার পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করে রাজনৈতিক কর্মী হিসেবে রাস্তায় নামুক।