রাজু ব্যানার্জির নামে থানায় FIR করা হবে; রঞ্জন সরকার

সীমান্ত দিয়ে পাচার হচ্ছে গরু। সেই গরুর টাকা নিচ্ছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ’। শনিবার শিলিগুড়িতে কৃষক সুরক্ষা পদযাত্রায় সামিল হয়ে পর্যটনমন্ত্রী ও উন্নয়নমন্ত্রীর একহাত নিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি। অন্যদিকে, কলসেন্টারের নামে মহিলাদের নিয়ে ব্যবসা করানো হচ্ছে।সেখানে যুক্ত রয়েছেন তৃণমূলের নেতারা। এমনি মন্তব্য করে তৃণমূল নেতাদের কটাক্ষ করলেন রাজু ব্যানার্জি।

এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে কৃষি বিলের সমর্থনে মিছিলের আয়োজন করা হয় জেলা বিজেপির তরফে। সেখানে উপস্থিত ছিলেন রাজু ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীন আগাওয়াল সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

শহর শিলিগুড়িতে বেশ কিছু জায়গায় কলসেন্টার ও ফ্রেন্ডশিপ ক্লাবের আড়ালে চলছে আসাধু ব্যবসা। ঘটনার খোঁজ পেতেই বেশ কয়েকটি জায়গায় পুলিশ হানা দিয়ে বেশ কয়েকজনকে আটকও করেছেন। রাজু ব্যানার্জির অভিযোগের তীর তৃণমূলের দিকে হলেও পাশাপাশি তিনি বলেন, “আমরা একটা একটা করে তদন্ত করবো আর এই অবৈধ কাজ বন্ধ করবো”।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু ব্যানার্জি বলেন, ‘সামনেই ফাঁসিদেওয়ায় বাংলাদেশ সীমান্ত। সেখান দিয়ে যে গরু পাচার হচ্ছে তার টাকা নিচ্ছেন মন্ত্রী গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ’।

রাজু ব্যানার্জির অভিযোগের প্রেক্ষিতে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, ওনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তবে ওনার মুখে এসব ভাষা কুরুচিকর। তবে প্রমাণ ছাড়া এধরণের মন্তব্য করা উচিত নয়। অন্যদিকে তিনি আরও বলেন, রাজু ব্যানার্জির নামে থানায় FIR করা হবে। তৃণমূল জেলা সুপ্রিম কোর্টেও যাওয়া হতে পারে।