নিউজ পোর্টাল-সহ সমস্ত ডিজিটাল মিডিয়া এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে

নিউজ পোর্টাল-সহ অন্যান্য ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার সংস্থাকে এবার থেকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় তথ্য এ সম্প্রচার মন্ত্রক। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদেশে প্রিন্ট মিডিয়া অর্থাৎ সংবাদপত্রের ওপর নজর রাখে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া। নিউজ চ্যানেলগুলি রয়েছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের অদীনে। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অব ইন্ডিয়া বিভিন্ন চ্যানেলেজ বিজ্ঞাপনের ওপর নজর রাখে। আর ফিল্মের ওপর নিয়ন্ত্রণ রয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের। কিন্তু ডিজিটাল কনটেন্ট প্রোভাইডারদের কোনও নিয়ন্ত্রণ সংস্থা নেই। তাই স্বশাসিত সংস্থার অধীনে আনার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা করা হয়েছি। গত মাসে সুপ্রিম কোর্ট সেই আবেদনের ওপরে কেন্দ্রীয় সরকারের যুক্তি জানতে চায়। সুপ্রিম কোর্টে জমা পড়া পিটিশনে বলা হয়েছিল, বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ফিল্ম মেকার ও আর্টিস্টদের বিরাট সুবিধা করে দিয়েছে। তাদের সেন্সর বোর্ড নিয়ে ভাবতে হচ্ছে না। এরপরই শীর্ষ আদালত থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ব্রডকাস্টিং অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশনকে নোটিস পাঠানো হয়।