উত্তরপ্রদেশের হাতরসের ঘটনার প্রতিবাদে পথে নামল খড়িবাড়ি SFI / DYFI লোকাল কমিটি
হাতরাস কাণ্ডে ফুঁসছে গোটা দেশ।
উত্তরপ্রদেশের হাতরসের ঘটনার প্রতিবাদে পথে নামল খড়িবাড়ির SFI / DYFI লোকাল কমিটি।
এদিন এই বাম ছাত্র এবং যুব সংগঠনের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকায় ধিক্কার মিছিল বের করা হয়।
একই সাথে এই মিছিলের মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয়।