বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজ খড়িবাড়ি ব্লকের ১৪৫টি পরিবার CPIM এ যোগদান করে

আজ খড়িবাড়ি ব্লকের মঞ্জয়জোতের ১৪৫ টি পরিবার তৃণমূল বিজেপি ছেড়ে সিপিএমে যোগদান করে।
তাদের হাতে সিপিএমের দলীয় পতাকা তুলে দেয় মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার ও পঞ্চায়েত সমিতির 
সভাপতি বাদল সরকার, ও ঝরেন রায় সিপিএম জেলা কমিটির সদস্য ও পাটির নেতৃত্বরা।