পুজোর আগে চালু হচ্ছে দার্জিলিং মেল ও তিস্তা তোর্সা এক্সপ্রেস, খুশি পর্যটন ব্যবসায়ীরা

পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর আগামী ১৫ অক্টোবর থেকে চালু দার্জিলিং মেল ট্রেন। একইসঙ্গে পর্যটকদের কথা মাথায় রেখে চালু করা হচ্ছে তিস্তা তোর্সা এক্সপ্রেস। সব মিলিয়ে আসন্ন পূজার মরমে পর্যটকরা উত্তরবঙ্গ মুখো হতে পারে বলেই আশা পর্যটন ব্যবসায়ীদের। আরও বেশি ট্রেন চালানোর দাবি ব্যবসায়ীদের।

কোরোনা মোকাবিলায় বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত ট্রেন পরিসেবা। ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি। উত্তরবঙ্গের পাহাড় কিংবা ডুয়ার্সের হোটেল এবং হোমস্টে গুলিকেউ খুলে দেওয়া হয়েছে সরকারের নির্দেশে কিন্তু এতে বাঁধসাধছিল রেল যোগাযোগ। তাই পুজোর সময় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গামী ট্রেন গুলিকে চালু করার দাবি জানিয়ে বেশ কয়েকবার রেলের কাছে আবেদন জানিয়েছিল পর্যটন ব্যবসায়ীরা। আর তাই পর্যটকদের কথা মাথায় রেখে পুজোর আগেই চালু করে দেওয়া হল দার্জিলিং মেল ট্রেন। একই সাথে চালু করা হয়েছে তিস্তা তোর্সা এক্সপ্রেস। রেল দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 15ই অক্টোবর থেকে 30 শে নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগকারী এই দুটি ট্রেন চালানো হবে।

অন্যদিকে রেলের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। হিমালায়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক সাধন সরকার বলেন, রেলের এই সিদ্ধান্তে আমরা খুশি তবে পুজোর এই মরুশুমে এই দুটি ট্রেন চালু হওয়ায় পর্যটকরা উত্তরবঙ্গে আসতে পারবে। কিন্তু আরো কয়েকটি ট্রেন চালালে ভালো হতো। কারণ বছরের অন্যান্য সময় এই সময় এমনিতেই পর্যটকদের ভিড় থাকে ফলে টিকিটের একটা সমস্যা থাকে, এবার শুধুমাত্র এই দুটো ট্রেনে পর্যটকদের ভিড় সামলানো সম্ভব হয়ে উঠবে না। তাই রেলের কাছে আবেদন আরো যাতে কয়েকটা ট্রেন চালানো হোক।