কিডনির সমস্যায় জর্জরিত স্ত্রী, সাহায্যের আশায় কাতর আর্জি স্বামী আনন্দ’র

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় জর্জরিত স্ত্রী। টোটো চালিয়ে কোনোরকম সংসার চালায় স্বামী আনন্দ বর্মন। সেই আয়ের থেকে স্ত্রী’র ডায়লেসিস করে সংসারে নুন আনতে পান্তা ফুরানোর জোগাড়। অভাবী সংসারে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির অনুভব ওয়েলফেয়ার সোসাইটি। পাশাপাশি আগামীতেও তাদের পাশে থাকার আশ্বাস দেয় সংস্থার পক্ষ থেকে।


নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের ঢাকনা কলোনির বাসিন্দা আনন্দ বর্মন। স্ত্রী ও ছেলে রয়েছেন বাড়িতে। নয় বছরের ছেলে অশোক বর্মন জন্ম থেকেই দৃষ্টিহীন। স্ত্রী বাসন্তী বর্মন দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন। টোটো চালিয়ে কোনোরকমে চলে সংসার তার ওপর কিছুদিন পর পরই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়লেসিস করাতে হয় স্ত্রী’কে। একপ্রকার অভাবেই দিন কাটছে বর্মন পরিবারের। তাদের আর্থিক সংকট দেখে এগিয়ে এলেন শিলিগুড়ির অনুভব ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। সোসাইটির পক্ষ থেকে অর্থ দিয়ে সাহায্য করেন সংগঠনের সভাপতি রজত রায় সরকার। এছাড়া উপস্থিত ছিলেন রাধিকা রায়, সুব্রত বিশ্বাস, ঋতু সরকার। সাহায্যের পাশাপাশি আগামীতেও তাদের প্রয়োজনে সাথে থাকার আশ্বাস দেন তারা।


আনন্দ বর্মন জানান, “আর্থিক সমস্যায় ভুগছি। কাজে যাবো নাকি চিকিৎসা করাবো বুঝতে পারি না। সবার কাছে একটু সাহায্যের আশায় অনুরোধ করছি। আজকে ওনারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি।”


সংগঠনের সভাপতি রজত রায় সরকার জানান, “খুব কষ্টে দিনযাপন করছে এরা। এদের সাহায্য করতে পেরে ভালো লাগছে। আগামী দিনে পাশে থাকব। পাশাপাশি সকলেই সহায়তার জন্য এগিয়ে আসেন সেই অনুরোধই করবো।”