খড়িবাড়ি থানজোড়া চা-বাগানে নিঃশুল্ক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের ও ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি তরফে

থানজোড়া চা-বাগানে নিঃশুল্ক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের ও ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি তরফে
দূর্গা পূজার প্রাক্কালে দুস্থ চা-বাগান শ্রমিকদের পাশে দাঁড়ালো ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি। রবিবার খড়িবাড়ি ব্লকের থানজোড়া বাগান শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় রামকৃষ্ণ বেদান্ত আশ্রম ও ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির যৌথ উদ্দ্যোগে। শুধু বস্ত্র বিতরণই নয় নিঃশুল্ক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরেরও  আয়োজন করা হয় সংস্থার তরফে। এদিন প্রায় ২০০ জন চা-শ্রমিকের হাতে বস্ত্র তুলে দেন ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি সম্পাদক বাবলু তালুকদার ও রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজ স্বামী রাঘবানন্দ। 

এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে মোট ১৫০ জন চক্ষু পরীক্ষা করেন। তাদের মধ্যে প্রায় ১৮ জনের ছানি ধরা পড়ে। ওই ১৮ জনের বিনামূল্যে ছানি হিমালয়ান আই হাসপাতালের সহযোগিতায় অপারেশন করানো হবে বলে জানান বাবলু তালুকদার।