শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন " আমাদের সংকল্প " আজ কিছু অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়
" আমাদের সংকল্প "
আজ ১১ই অক্টোবর শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সংকল্প প্রথম উদ্যোগ ,,,
এইদিন সংগঠনের সদস্য নেহা সাহা বলেন আজ আমাদের সংস্থার পক্ষ থেকে ' শিলিগুড়ি জংশন স্টেশন ' এর কিছু অসহায় দুস্থ মানুষদের জন্য খাবার এর ব্যবস্থা করা হয়েছিল ।
সমাজকল্যানে এই অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা ভীষণ খুশি । আমাদের আজকের এই সামান্য প্রচেষ্টা ভীষণ সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে,,
আশীর্বাদ করবেন যেন পরবর্তীতে আরো বড় কিছু করতে পারি।
আশা করছি আমরা " আমাদের সংকল্প " কে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো
যারা আমাদের এই খাবার বিতরণী অনুষ্ঠানে আর্থিক ও অন্যান্য সাহায্য করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ।
আপনাদের সকলের সাহায্য একান্ত ভাবে কাম্য ।।