তিনদিন ব্যাপী ট্রাক ধর্মঘটের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক আপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফে

একাধিক দাবিতে তিনদিন ব্যাপী রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয় ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফে। এই বিষয় নিয়ে শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায় ৭টি জেলা মিলে এক জরুরী সভার আয়োজন করা হয়। এই সভায় সিদ্ধান্ত হয় চলতি মাসের আগামী ১২, ১৩, ১৪ তারিখে ট্রাক ধর্মঘট সফল করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনের জয়েন্ট সেক্রেটারি রাজু দাস বলেন, কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে কেন্দ্র সরকার যে ২৫% এক্সেস লোড চালু করেছে। তা সব রাজ্যে চালু হলেও আমাদের এই রাজ্যে এখনও চালু হয়নি। এই নিয়ম লাগু করার দাবিতে আগামী তিন দিনব্যাপী ধর্মঘট সফল করতেই হবে। কারণ বিগত কয়েক বছর ধরে আমাদের রাজ্য নেতৃত্ব ও রাজ্য সংগঠন দুয়ারে বারংবার কড়া নেড়ে কোন লাভ হয়নি। তিনি আরও বলেন, এই নির্দেশিকা চালু করা হলে ওভার লোডিং-র প্রবণতা কমবে।