ভারত সরকারের বিদেশ মন্ত্রক পদে নিযুক্ত শিলিগুড়ি ছেলে দ্যুতিময়
বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ন পদে নিয়োগ হলেন শিলিগুড়ির ছেলে দ্যুতিময় শীল। গত ১ অক্টোবর ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পদে যোগ দেন তিনি। ভারতের রাষ্ট্রপতি এই নিয়োগপত্র তুলে দেন তার হাতে।
শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা দ্যুতিময় শীল। বাবা প্রবীর শীল পেশায় উকিল ও মা চিত্রা শীল পেশায় চা বাগানের ডিরেক্টর। ছোটোবেলা থেকেই ভীষণ মেধাবী ছাত্র ছিলেন তিনি। স্কুল জীবন কেটেছে শিলিগুড়ির ডন বস্কো স্কুলে পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন। ছোটো থেকেই আগ্রহ ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে। তারপরই দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াকালীন ইংল্যান্ডের ‘লন্ডন অফ ইকোনমিক্স’ থেকে মাস্টার্স করার সুযোগ পান। পরবর্তীতে তিনি বিদেশ নীতির পরামর্শদাতা হিসেবে ব্রিটিশ কমিশনে যোগদান করেন। তবে, দেশের হয়ে কাজ করাই তার প্রধান লক্ষ্য ছিল। পরবর্তীতে কর্মক্ষেত্রে নিযুক্ত থাকাকালীন ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্সে কনসালট্যান্ট হিসেবে ১ অক্টোবর নিযুক্ত হন।
বাবা প্রবীর শীল জানান, “ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিল সে। স্কুলে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছিল তারপর স্কলারশিপ পেয়ে পড়াশোনা করে। আগাগোড়াই আন্তর্জাতিক সম্পর্কে আগ্রহ ছিল। তারপরই এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে। দেশের জন্য কাজ করতে পেরে খুবই খুশি। আমরাও ওর জন্য গর্বিত।“