খড়িবাড়ি পুলিশের হেফাজতে আসামের এস আই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রাক্তন ডি আই জি ও তার পুত্র সহ ১

আসাম পুলিশের এস আই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় বড় সাফল্য পেল আসামের সি আই ডি ও এস আই টি টিম। মঙ্গলবার আসামের তদন্তকারী দল আসাম পুলিশের এস আই পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে জড়িত মূল পান্ডা সহ জড়িত আরও দুই জন গ্রেপ্তার। জানা গিয়েছে, ধৃতরা হল আসম পুলিশের প্রাক্তন DIG পি কে দত্ত, তার ছেলে ইশান দত্ত ও তার এক আত্মীয়।

জানা গিয়েছে, চলতি বর্ষে আসামে এস আই পদের জন্য ৫৯৭ টি সিটের জন্য পরীক্ষা ছিল। কিন্তু লিখিত পরীক্ষার দিন এসআই পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। এরপর আসামের মুখ্যমন্ত্রী নিজের নেতৃত্বে একটি সিআইডি ও এস আই টি টিম গঠন করে এই মামলার তদন্তের দায়িত্ব দেন। তদন্ত করার পরে সিআইডির জানতে পারে এই মামলায় মূল পান্ডা আসাম পুলিশের প্রাক্তন ডিআইজি পি কে দত্ত। তবে ঘটনার পর থেকেই পিকে দত্ত গা ঢাকা দিয়েছিলেন। এরপর সিআইডি ও এস আই টি এর টিম পিকে দত্ত কে ধরার জন্য লাগাতার অভিযান চালিয়েও সাফল্য না পেয়ে অবশেষে আর্থিক পুরস্কারের ঘোষণা করেন। এরপর গত সোমবার পিকে দত্ত ও তার ছেলে ঈশান দত্ত ও তার আত্মীয় নেপাল সীমান্ত থেকে ভারতে আসার সময় চেকিংয়ে ওই তিনজন ধরা পড়ে যায় এসএসবি জওয়ানদের হাতে। আসাম সিআইডির সাথে যোগাযোগ করে এই তিনজনকে এসএসবি জওয়ানরা "খড়িবাড়ি পুলিশের হেফাজতে দিয়ে দেয়"।


পরবর্তীতে এদিন আসাম সি আই ডি ও এস আই টি টিম প্রাক্তন ডিআইজি পিকে দত্ত ও তার ছেলে ও আত্মীয়কে গ্রেপ্তার করে কোকরাঝাড় নিয়ে যায় এবং কাল ২৪ ঘণ্টা আগে এই তিনজনকে কোকরাঝাড় আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় অভিযুক্ত এই তিন জনকে মিলিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৮ জনের মধ্যে ১ জন আসামের বিজেপি নেতা জড়িত রয়েছে বলে সূত্রের খবর।