সাংসদ রাজু বিষ্টের অনুদানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা ওভেন প্রদান
কোরোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা চিকিৎসকেরা। তাদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে এদিন দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিষ্টের অনুদানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের হাতে তুলে দেওয়া হল কোরোনা ওভেন।
কোরোনা পরিস্থিতিতে এর আগেও সাংসদের অনুদান থেকে দার্জিলিং জেলার অধিনস্ত হাসপাতাল গুলিতে পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এদিনও প্রথম সারির যোদ্ধাদের সম্মান জানিয়ে এবং তাদের প্রয়োজনে উন্নতমানের কোরোনা ওভেন প্রদান করা হয়।