গাঙ্গুলির সঙ্গে দেখা করে বই উদ্বোধন;করার কথা বললেন অশোক ভট্টাচার্য

 শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন পুর ও নগরউন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য আজ সোমবার কিছুক্ষন আগে সৌরভ গাঙ্গুলির সাথে কলকাতায় একটি স্থানে অনেকক্ষন কথা বলেন। 
অশোক ভট্টাচার্য বলেন' 
"আমি কলকাতা এসেছি জেনে অনেক দিন আমার সাথে দেখা হচ্ছে না, বিশেষ করে আমার অসুখের পরে, সেই কারণেই এই সাক্ষাৎ। 

অনেক কথা হলো আমাদের বাড়ীর খবর, আমার স্ত্রী ওর কাকিমার এবং সকলের খবর নিলো সৌরভ।

বহু দিন শিলিগুড়িতে  ওর যাওয়া হচ্ছে না, তাও বললো। কথা প্রসঙ্গে এলো IPL , Dubai আর তার সাথে আরো অনেক কথা। কিছু রাজনীতি, অর্থ নীতির কথাও এলো। 

খুব শীঘ্রই করোনা ও নগর, ও নগর অর্থ নীতি নিয়ে আমার একটি বই প্রকাশিত হবে। ওকে বইটি উন্মোচন করার কথা বললে ও সাথে সাথে রাজি হয়ে যায়। চেষ্টা হচ্ছে পূজোর আগেই তা প্রকাশ করার।

সৌরভই জানালো, ও কলকাতায় অনুষ্ঠানের জায়গা ঠিক করে দেবে।"