‘নো এন্ট্রি জোন’, দর্শকশূন্য থাকবে পূজো মন্ডপ; নির্দেশ কলকাতা হাইকোর্টের
পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছোটো বড়ো পূজো মন্ডপকে “নো এন্ট্রি জোন” ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি পূজো মন্ডপ হবে কন্টেইমেন্ট জোন, প্রবেশ করতে পারবে না কোনো দর্শনার্থী।
কোরোনার স্বাস্থ্যবিধি মানতে রাজ্যের সমস্ত পূজো মন্ডপ থাকবে দর্শনার্থী শূন্য। বড়ো প্যান্ডেলগুলিতে ১০ মিটারের দূরত্ব ও ছোটো প্যান্ডেলগুলিতে ৫ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি মন্ডপগুলিতে ক্লাব কর্তৃপক্ষ বা পূজো উদ্দ্যোক্তারা ২৫ জনের বেশি প্রবেশের অনুমতি নেই। এছাড়া সচেতনতার প্রচার চালাতে হবে সব মন্ডপগুলি জুড়ে। রাজ্যের সমস্ত পূজোর জন্যই এই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয় হাইকোর্টের তরফে।