কোরোনা আক্রান্ত দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, ভর্তি রয়েছেন বেসরকারি নার্সিংহোমে
কোরোনা পজিটিভ তৃণমূল দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। বর্তমানে তিনি মাটিগাড়ার বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। তবে, এখন তার অবস্থা স্থিতিশীল।
বেশ কয়েকদিন ধরেই তিনি গলা ব্যাথা, গা হাত পা ব্যাথা, সর্দিতে ভুগছিলেন। পরবর্তীতে বুধবার রাতে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন এবং কোভিড টেস্ট করান। নার্সিংহোমে ভর্তির খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। এরপর বৃহস্পতিবার কোরোনা টেস্ট করা হলে, রিপোর্ট পজিটিভ আসে। তার কোরোনা পজিটিভ এই বার্তাও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান। তবে, বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে ।