কলোমাথা কাস্তেচরা ( ব্ল্যাক হেডেড আইবিস) বিপন্ন এই পাখিটির সংরক্ষণ করতে সচেতনতা বৃদ্ধি করল নকশালবাড়ি "ঐরাবত" সংগঠন।
কাস্তেচেরা উত্তরবঙ্গের একমাত্র নকশালবাড়িতে প্রজনন করে। বিপন্ন এই পাখিটির সংরক্ষণ করতে সচেতনতা বৃদ্ধি করল ঐরাবত সংগঠন।
"ঐরাবত" র পক্ষ থেকে আজ
নকশালবাড়ির অন্তর্গত বাবুপাড়া ও বাজার এবং ঘাটানি মোড়ের বেশ কিছু জায়গায় কলোমাথা কাস্তেচরা ( ব্ল্যাক হেডেড আইবিস) পর্যবেক্ষণ ও গণনা করা হয়েছে।
প্রচারপত্র র মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়েছে,বিশেষ করে ব্যবসায়ী দের মধ্যে এবং যেই গাছগুলোতে এই পাখি বসবাস করে সেগুলো যাতে কখনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তাদের মধ্যে ।
এই পাখিটি সমগ্র উত্তরবঙ্গের মধ্যে শুধু মাত্র নকশালবাড়ি এলাকাতে প্রজনন করে ,যা নকশালবাড়ি বাসীর গর্বের বিষয়।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পাখিটি অস্তিত্ব সঙ্কটের মধ্যে রয়েছে,বর্তমানে গোটা পৃথিবীতে এর সংখ্যা খুবই কম প্রায় ২০০০০-৩০০০০ ,এবং কমতে আরম্ভ শুরু হয়েছে এবং শুধুমাত্র নকশালবাড়িতে এর সংখ্যা ২০০ র ও কম ।