যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয় সেখানে মানুষের অনেক প্রত্যাশা হয়; ভারতী ঘোষ
এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি পরিবর্তনের কথা বলে রাজত্ব করতে এসেছেন সেখানে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে মেয়েরা আশা করে সংবেদনশীল পদক্ষেপ, ধীরতা স্থিরতা এবং সংবেদনশীলতা থাকবে, তা নেই। শনিবার রাজগঞ্জ থেকে ফেরার পথে শিলিগুড়ি স্টেশন ফিডার রোড বারের মন্দিরে পুজো দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর একহাত নিলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপির রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতী ঘোষ বলেন, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন সেই কারণেই আজ পূজো দিচ্ছি তার দ্রুত আরোগ্য কামনায়। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই পূজা-অর্চনা করে থাকি তাই আজ করছি। এছাড়াও তিনি আরও বলেন, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয় সেখানে মানুষের অনেক প্রত্যাশা হয়। যখন মেয়ে মহিলারা ধর্ষিত হন তখন তার পরিবার পাড়া-প্রতিবেশী আশা করেন যে প্রশাসনের তরফে একটি সংবেদনশীল পদক্ষেপ নেওয়া হবে। সব সময়ে থানায় যান এফআইআর করুন পুলিশের সাথে কথা বলুন এমনটা নয়।