Skip to main content
পথচলতি মালিকহীন গরু,মোষ ও কুকুরদের সড়কপথে দূর্ঘটনার হাত থেকে বাঁচাতে স্মাইল ওয়েল্ফেয়ার এসোসিয়েশন রেডিয়াম বেল্ট পড়ানোর বিশেষ কর্মসূচি
বাগডোগরা ও তার নিকটবর্তী জাতীয় সড়কপথে পথচলতি মালিকহীন গরু,মোষ ও কুকুরদের সড়কপথে দূর্ঘটনার হাত থেকে বাঁচাতে স্মাইল ওয়েল্ফেয়ার এসোসিয়েশন রেডিয়াম বেল্ট পড়ানোর কর্মসূচি শুরু করে।
আজ স্মাইল গ্রুপ নক্সালবাড়ির নিকট সড়কপথ সেকাজ পুনরায় চালিয়ে যায়। আজ ৩২ টি সারমেয়কে রেডিয়াম বেল্ট পড়ানো হয়।
এ-কাজে দলের নক্সালবাড়ি ও হাতিঘিষার সদস্যদের সাথে কিছু স্থানীয় সদয় যুবকসহ ২০ জন অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে পথচলতি পশুদের ক্রমবর্ধমান এক্সিডেন্টের হাত থেকে রক্ষা করা যাবে বলে আশাবাদী দলের সদস্যগণ। আগামীতেও এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।