দলিতদের বাড়িতে খেয়ে দলিতদের উপর অত্যাচার চালাচ্ছে, হাথরসের ঘটনায় উত্তরপ্রদেশ সরকাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
চারদিনের উত্তরবঙ্গ সফরে আজ কলকাতা ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যাওয়ার আগে ফুলবাড়ীর পূর্বধলা এলাকায় পথশ্রী অভিযান প্রকল্পের শুভ সূচনা করেন। জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে 12000 রাস্তার পুনর্নির্মাণ ও মেরামত করা হবে’। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 5747 কোটি টাকা। এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জনসাধারণের উদ্দেশে বলেন এখন মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায় গ্রামের ছোট রাস্তা দিয়ে বড় গাড়ি প্রবেশ করিয়ে রাস্তাগুলির নষ্ট করে দেওয়া হচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের তিনি আবেদন করেছেন যাতে বিষয়টি তারা নজর রাখেন এবং যদি এই ধরনের কোন বড় গাড়ি ঢুকে গ্রামের রাস্তা নষ্ট করা হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এদিন মুখ্য মন্ত্রী আরো বলেন এখন রাজ্যের নতুন আইন হয়েছে যে রাস্তা তৈরি করবে তার রক্ষণাবেক্ষণের জন্য তিন বৎসর দায়িত্বভার তার।
অন্যদিকে দিনের এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন,আমরা কথা বলি, কাজ করি। আমার প্রতিস্রুতি তা পালন করি। এটা আমাদের সাফিল্য, কামিয়াবি। মনে রাখবেন কথার দাম মানুষের জীবনে সবচেয়ে বেশি। যার কথার দাম নেই, তাকে মানুষ মনে করিনা। আমি মনে করি, কথার যার দাম আছে সে রাজনীতি করবে। অন্যরা রাজনীতি করবে না।
একইসাথে এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আধ ঘণ্টা বক্তব্য রাখেন।এই বক্তব্যের মধ্যেই তিনি ধর্ষণ খুনের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ সরকাকে তীব্র আক্রমণ। মুখ্যমন্ত্রী বলেন, বলতে হ্যা কুচ, করতে হ্যা আর এক। দোলিতরা কাদছেন। দোলিতদের উপর অত্যাচার করছে। উত্তরপ্রদেশে রেপের পর আগুনে জ্বালিয়ে দিয়েছে। স্রি রেফ নেহি, রেপ করনে বাদ আগমে জ্বালা দিয়া। অগর ক্রাইম হোতা হে কিসিকা ওপার, পুলিস কো জলদি জলদি স্টেপ লেনা পরেগা। পুলিস কো কারবারি করনা পরেগা জলদি জলদি। জেয়সে হামলোগনে কিয়া। আমাদের রাজ্যে ৭২ ঘ্ণটার মধ্যে কারবারি করেছি। উসকে বাদ উসকো জালা দেগা। কোই কারবারি নেহি হোগা ইহে কনসা শাসন হে। উসকা এক নেতাতো বোলা- মা অর বেটি দোনোকো জ্বালা দো। কভি মাইনোরেটিদের উপর অত্যাচার হতা হে, কভি দলিতকা উপার হতা হ্যা। কভি আদিবাসীকা উপার হতা হ্যে। অয়াসা মত সোচ, হামারা উপর অত্যাচার নেহি হোতা হে। ইলেকশন কী প্যায়লে হামার উপর অত্যাচার হতা হে।
এদিন পূর্ব ধনতলার এই অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী সরাসরি শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেন এদিন দুপুরের বিমানে তিনি কলকাতায় ফিরে যান।