তালা বন্ধ ঘর থেকে উদ্ধার এক বৃদ্ধদম্পতির মৃতদেহ; ঘটনায় চাঞ্চল্য এলাকায়
তালাবন্ধ ঘরে থেকে যুগোল মৃতদেহ উদ্ধার শিলিগুড়ি পুরনিগম অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে। স্বাভাবিকভাবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খালপাড়া আউট পোস্টের পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন ও দেখেন স্বামী স্ত্রী দুজনেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালের পাঠানো হলে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, আগামী কাল মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে স্পষ্ট হবে।
পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম গৌর চন্দ্র দে (৭৫) এবং স্ত্রী রিতা দে (৭০)। ওই দম্পতির ১টি মাত্র কন্যা সন্তান রয়েছে। তিনি ইসলামপুরে থাকেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন মেয়ে। জানা গিয়েছে, মেয়ের তরফে কোন অভিযোগ নেই। তিনি জনিয়েছেন যে, বাবা সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল ছিল। ও বাবা মা দুজনের বিভিন্ন রকম রোগ ছিল।
স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতি প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে বেরোতেন। তবে এদিন সকাল থেকে ওই দম্পতিকে বাড়ি থেকে বেরোতে দেখেননি স্থানীয়রা। সন্দেহ হতেই পুলিশে খবর দেয় স্থানীরা। এরপর পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার কেরে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। ওখানে চিকিৎকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।