খড়িবাড়িতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৬ তম প্রয়াণ দিবস পালন।

উত্তর-পূর্ব ভারতের প্রাণপুরুষ মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৬ তম প্রয়াণ দিবসে খড়িবাড়ি পঞ্চানন স্মারক সমিতির সভাপতি শ্রী পিড়েন সিংহ পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। 

উপস্থিত সকলে একে একে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সঞ্চালক শ্রী মিঠুন সিংহ ঠাকুর পঞ্চানন এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতার পালন করে। 
পরে সংক্ষেপে ঠাকুর পঞ্চানন এর জীবনী সভায় তুলে ধরেন মান্যবর শ্রী দুর্লভ সিংহ। 
পরিশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে সভা-সমাপ্তি ঘোষণা করা হয়। সবশেষে মিষ্টি মুখের ব্যবস্থাও ছিল।
সময় সকাল ৯ টা। বাংলা  ২৩শে ভাদ্র। 
ইংরেজি 9ই সেপ্টেম্বর 2020।