যেখানে কাজ থেকে রাজনীতি বেশি হয় সেখানে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না; অশোক ভট্টাচার্য


মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েও উপস্থিত থাকলেন না শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। অভিযোগ, বিগত ৫ বছরে তৃণমূলের বিরোধী দলনেতারা আমন্ত্রন পেলেও শুধু ডাক পড়েনি মেয়র ও সভাধিপতির। সেই কারণে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নেন প্রশাসক অশোক ভট্টাচার্য।অন্যদিকে, ডাক মেলেনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকারের। কেন ডাক মেলেনি প্রশ্নের উত্তরে তাপস বাবু বলেন, গণতন্ত্র প্রজাতন্ত্র তার কাছে সবই ইচ্ছেতন্ত্র

“প্রশাসনিক বৈঠকে যতটা না কাজ হবে তারচেয়ে বেশি রাজনীতি হবে” নাম না করে কটাক্ষ করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। শাসকদলের সমস্ত রাজনৈতিক নেতাদের ওখানে আমন্ত্রণ জানানো হয়েছে তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির পুরনিগমের বিরোধী দলনেতা ও জেলা পরিষদের বিরোধী দলনেতারা মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠকে ডাক পাননি। কারণ তারা CPI(M) এর।

বিগত পাঁচ বছর ধরে মেয়র থাকার পরেও কোন বার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ডাক পড়েনি বলে অভিযোগ করেন অশোকবাবু। এই ৫ বছরে বিরোধী দলনেতাদের ডাকা হলেও অশোক বাবুকে ডাকা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

অশোক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীকে শিলিগুড়ির উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হবে বলে একটি চিঠি দেওয়া হয় তবে সেই চিঠি মুখ্যমন্ত্রী খারিজ করে দেন। তিনি আরও বলেন, যেখানে কাজ থেকে রাজনীতি বেশি হয় সেখানে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

তাপস বাবু বলেন, মুখ্যমন্ত্রীর যা ইচ্ছে সেটাই তার কাছে তন্ত্র। সেই কারণেই আমাদের ডাকা হয় না তার ইচ্ছা হয় না তাই তিনি ডাকেন না। কিন্তু আমাকে মিটিংয়ে ডাকলে আমি পরিষ্কার আমাদের মহাকুমা পরিষদ যা যা সমস্যা রয়েছে তা তুলে ধরতাম।