বেঙ্গল সাফারি পার্ক খোলার আগে সাফারি স্টাফদের নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়
দীর্ঘ দিন পর খুলতে চলেছে বেঙ্গল সাফারি পার্ক। সরকারি নির্দেশিকা অনুসারে আগামী ২ রা অক্টোবর থেকে খুলে যাচ্ছে বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি পার্ক। বুধবার বেঙ্গল সাফারি স্টাফদের নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়। যাতে পার্ক খোলার পর যারা পার্কে আসবেন তাদের যেন কোন অসুবিধে না হয়। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পার্ক প্রবেশ করলে বেশ কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। তাই যারা পার্কে আসবেন তাদের কিভাবে গাইড করতে হবে তারই একটি মহড়ার আয়োজন করা হয়।
করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জন জীবনে ছন্দ পতন হয়েছে। বর্তমানে আনলক পরিস্থিতে একে একে স্বাভাবিক হচ্ছে বিভিন্ন পরিষেবা। পার্কে প্রবেশের আগে সবাইকে স্যানিটাইজ করা হবে পাশাপাশি স্ক্রিনিং করা হবে। পাশাপাশি রয়েছে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা।
বেঙ্গল সাফারি পার্ক ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পার্কের বিধি নিষেধের সঙ্গে বেশ কিছু বিধি নিষেধ সংযোজিত হয়েছে।