উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী; নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শিলিগুড়ি শহরকে

দীর্ঘ প্রায় ৮ মাস পর ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য যে, আনলক পর্বে মুখ্যমন্ত্রী তার সফর উত্তরবঙ্গ থেকেই শুরু করেছেন। জানা গিয়েছে, চারদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি তিনি উত্তরকন্যায় আসেন। এবং উত্তর কন্যা কন্যাশ্রী নিবাসে রাত্রি যাপন করবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, উত্তরবঙ্গের পাঁচটি জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে এবং বুধবার কালিম্পং দার্জিলিং ও কোচবিহারের প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে বলে জানা গিয়েছে। এরপর বৈঠক সেরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পুনরায় কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যেই উত্তরকন্যা সহ গোটা শিলিগুড়ি শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ বাহিনী।