নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, মৃত ১ পুলিশকর্মী সহ আরো ৩

শিলিগুড়ি নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে কোচবিহার থেকে ফেরার সময় ঘোকসাডাঙ্গায় কুশিয়ারবাড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ কর্মীদের গাড়ি। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। জানা গেছে ইতিমধ্যে এই ঘটনায় একজন পুলিশকর্মী সহ তিন জনের মৃত্যুর খবর রয়েছে। তবে বাকিদেরও উদ্ধার কাজ চলছে।

প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে 29 শে আগস্ট শিলিগুড়ি প্রধান নগর থানায় বাঘাযতীন কলোনির বাসিন্দা এক নাবালিকার নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে তার পরিবার। সেই ঘটনা তদন্তে নেমে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করতে গতকাল কোচবিহারে যায়। পুলিশ আজ তাদের উদ্ধার করে সাহেবগঞ্জ থেকে নাবালিকাকে নিয়ে সকালে শিলিগুড়ি প্রধান নগর থানায় ফিরছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘোকসাডাঙ্গা কুশিয়ারবাড়ির কাছে একটি নয়ানজুলিতে উল্টে গেলে ঘটনাস্থলে প্রধাননগর থানার এক পুলিশ কর্মী সহ তিনজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা গেছে মৃতদের মধ্যে রয়েছেন প্রধাননগর থানার কনস্টেবল গোবিন্দ সেন, নাবালিকা জ্যোৎস্না কর , নাবালিকা মা শিপ্রা কর এবং নাবালিকার আত্মীয় প্রদীপ দেবনাথ । এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ও পুলিশ পৌঁছে শুরু করে উদ্ধার কাজ। একইসঙ্গে গুরুতর আহত শিলিগুড়ি প্রধান নগর থানার আরো এক মহিলা কনস্টেবল। অন্যদিকে এই ঘটনার পর থেকেই শোকের ছায়া শিলিগুড়ির প্রধাননগর থানায়। তবে এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।

কোচবিহার থানা ডিএসপি বলেন, নাবালিকা অপহরণ কান্ডে অভিযুক্ত কৈলাশ দাসকে নিয়ে ফেরার পথে ঘটে এই দূর্ঘটনার। তিনি আরও বলেন, গাড়ি চালক সারারাত গাড়ি চালানোর কারণে ড্রাউজি নেস থাকার কারণে সে রাস্তার একটি পথ কুকুরকে বাঁচাতে গিয়েই গাড়িটি নয়নজুলিতে পড়ে যায়। তবে গাড়ি চালক পলাতক।