সৌমিত্র খাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং গতকাল শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার মিছিলে পুলিশের সাথে ধস্তাধস্তি ঘটনায় তীব্র প্রতিবাদে খড়িবাড়ি বাজারে মিছিল বিজেপির যুব মোর্চার
বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জীর গ্রেফতারের ঘটনায় শিলিগুড়ির রাজপথে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মিছিলে পুলিশের অবস্থান নিয়ে রবিবার খড়িবাড়ি বাজারে ধিক্কার মিছিল করল রানিগঞ্জ-বিন্নাবাড়ি ও খড়িবাড়ি-বুড়াগঞ্জ মন্ডল যুব মোর্চা।
উপস্থিত ছিলেন জেলা পালক গনেশচন্দ্র দেবনাথ, খড়িবাড়ি-বুড়াগঞ্জ মন্ডল সভাপতি কল্যান প্রসাদ, রানিগঞ্জ-বিন্নাবাড়ি যুব মোর্চার মন্ডল সভাপতি তাপস মাঝি, খড়িবাড়ি-বুড়াগঞ্জ যুব মন্ডল সভাপতি তরুণ সিংহ সহ অন্যান্যরা।