প্রথমবার উত্তরবঙ্গে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হতে চলেছে শিলিগুড়ি কলেজের ক্লাস
উত্তরবঙ্গে এই প্রথম শুরু হতে চলেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন ক্লাস। এই ক্লাসে ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে অ্যাটেন্ডেন্স। ঠিক যেনটা ক্লাসে উপস্থিত থাকলে দেওয়া হত। জানা গিয়েছে, আমামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে শিলিগুড়ি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হতে চলেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঠন-পাঠন। এতে সিলেবাসও অনেকটা এগিয়ে যাবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ।
উত্তরবঙ্গে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস করানো হবে। ইতিমধ্যে একটি বেসরকারি একটি আইটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কলেজ কর্তৃপক্ষ। এখানে ৪৫ মিনিট ক্লাস হবে ও ১৫ মিনিট আলোচনা করার সময় দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের জন্য। শুধু তাই নয় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কমেন্ট বক্সও রাখা হয়েছে এই প্রযুক্তিতে।
প্রসঙ্গত, শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, অনার্সের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হতে চলেছে এই উন্নত প্রযুক্তির ক্লাস। তাতে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধে হবে। ক্লাসে যেমনটা হয় ঠিক তেমন শিক্ষক শিক্ষিকাদের সাথে ডাইরেক্ট ইন্ট্রডাকশন করতেপারবে ছাত্র-ছাত্রীরা।