Skip to main content

প্রথমবার উত্তরবঙ্গে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হতে চলেছে শিলিগুড়ি কলেজের ক্লাস


প্রথমবার উত্তরবঙ্গে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হতে চলেছে শিলিগুড়ি কলেজের ক্লাস


 উত্তরবঙ্গে এই প্রথম শুরু হতে চলেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন ক্লাস। এই ক্লাসে ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে অ্যাটেন্ডেন্স। ঠিক যেনটা ক্লাসে উপস্থিত থাকলে দেওয়া হত। জানা গিয়েছে, আমামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে শিলিগুড়ি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হতে চলেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঠন-পাঠন। এতে সিলেবাসও অনেকটা এগিয়ে যাবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস করানো হবে। ইতিমধ্যে একটি বেসরকারি একটি আইটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কলেজ কর্তৃপক্ষ। এখানে ৪৫ মিনিট ক্লাস হবে ও ১৫ মিনিট আলোচনা করার সময় দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের জন্য। শুধু তাই নয় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কমেন্ট বক্সও রাখা হয়েছে এই প্রযুক্তিতে।

প্রসঙ্গত, শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, অনার্সের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হতে চলেছে এই উন্নত প্রযুক্তির ক্লাস। তাতে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধে হবে। ক্লাসে যেমনটা হয় ঠিক তেমন শিক্ষক শিক্ষিকাদের সাথে ডাইরেক্ট ইন্ট্রডাকশন করতেপারবে ছাত্র-ছাত্রীরা।