কেরলের কোঝিকোড়ে রানওয়ে থেকে পিছলে খাদে এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত্যু পাইলট ও কো-পাইলটের, প্রাণে বাঁচলেন ১৮০ যাত্রী

এতটাই ভয়াবহতার সঙ্গে তা আছড়ে পড়ে যে বিমানটি দু'টুকরো হয়ে যায়, বিমানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়

কোঝিকোড়: কপালজোরে রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়া বিমানের ১৮০ জন যাত্রী। শুক্রবার সন্ধেয় কোঝিকোড়ে করিপুর বিমানবন্দরে অবতরণ করার সময় ভিজে রানওয়েতে চাকা পিছলে গেলে উল্টে যায় দুবাই থেকে আসা বিমানটি।

বিমানটি গিয়ে খাদে পড়ে যায়। এতটাই ভয়াবহতার সঙ্গে তা আছড়ে পড়ে যে বিমানটি দু'টুকরো হয়ে যায়। বিমানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পাইলট ও সহকারী পাইলটের মৃত্যু হয়েছ।

তবে কোনওক্রমে বেঁচে যান ১৮০ জন যাত্রী। তবে, অনেকে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে ১০ সদ্যোজাতও রয়েছে।


জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট "আইএক্স১৩৪৪" সন্ধে ৭টা ৪১ মিনিটে অবতরণ করে। কিন্তু, নির্ধারিত জায়গায় না থেমে তা রানওয়ের শেষ প্রান্তে চলে যায়।


সূত্রের খবর, বিমানটি যখন অবতরণ করছিল, সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। যে কারণে বিমান অবতরণে সমস্যা হয় ও বিমানটি রানওয়ে থেকে পিছলে যায় বলে