অবৈধ মদ পাচারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার ২

অবৈধ মদ পাচারের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম শর্মন শাহ ও আব্দুল রাজাক। ধৃতরা দু’জনেই শিলিগুড়ির বাসিন্দা। আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রের পেছনে বড় কোন মাথা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের মে মাসে অবৈধ মদ বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেসময় অবশ্য গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক সহ অন্যান্যরা। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ির সূর্যসেন কলোনির ডি ব্লক ও শান্তি পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ মদ বিহারে পাচারের ছক ছিল। পুরো ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।