নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু এক কিশোরের
নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি শিলিগুড়ি মহকুমার রানিডাঙার বড়োবটু এলাকার। ঘটনার পরেই তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতায় ওই কিশোরকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম অনিমেষ বর্মন(১০)। স্থানীয় এলাকার বাসিন্দা ওই কিশোর। স্থানীয় সূত্রে খবর প্রায় প্রতিদিনই ছেলেটি তার বন্ধু সাথে স্নান করতে যেত নদীতে। এদিন স্নানে নেমে আচমকাই জলে তলিয়ে যায় সে। ঘটনায় চিৎকার জুড়ে দেয় তার বন্ধু। চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধারে নামেন। অন্যদিকে খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। উদ্ধারের পর ওই কিশোরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।