মহিলাদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে পথে নামল সারা ভারত মহিলা সমিতি
জীবন জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি সহ একাধিক দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল সারা ভারত মহিলা সমিতির জেলা কমিটির সদস্যারা। শুক্রবার শিলিগুড়ির ভেনাস মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় মহিলা সমিতির জেলা কমিটির তরফে।
মূলত তাদের দাবি, লকডাউন পর্বে যাদের চাকরি চলে গিয়েছে বা না খেতে পেয়ে দিন কাটাচ্ছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত মানুষদের ১০,০০০ টাকা করে দিতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সমস্ত ঋণ মুকুব, বেকারদের কর্মসংস্থান, ও বর্তমান পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তা কমে যাচ্ছে, তা বাড়াতে হবে সহ আরও একাধিক দাবিতে এদিন পথে নামেন তারা। অবিলম্বে তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা।