Skip to main content

বেতন অমিল, উত্তরবঙ্গ মেডিকেলে বিক্ষোভ অসংগঠনিক কর্মীদের

বেতন অমিল, উত্তরবঙ্গ মেডিকেলে বিক্ষোভ অসংগঠনিক কর্মীদের

গত তিনমাস ধরে বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখানো হয় অসংগঠনিক কর্মীদের তরফে। আজ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে এই বিষয় আলোচনাও করা হয়। এ বিষয়ে কিছুটা আশ্বস্ত করেন অ্যাসিস্ট্যান্ট সুপার। তবে, কর্মীদের তরফে তিন সপ্তাহ সময়সীমা নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান শ্রমিক সংগঠন।


এক কর্মী লিটন প্রামানিক জানান, গত তিনমাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। যাও দেওয়া হচ্ছে তা অত্যন্ত কম। এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে জানানো হয়েছে। তিনি আশ্বাস দেন। তবে, তিন সপ্তাহে কোনো ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।

অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ মন্ডল জানান, লোকাল অর্ডারেই তাদের নিয়োগ করা হয়েছিল। সে বিষয়ে তাদের কোনো স্যাংশন নেই। সেক্ষেত্রে বিভিন্ন ফান্ড থেকে তাদের বেতন দেওয়া হয়। তবে, এ বিষয়ে আলোচনা করা হয়েছে।