অত্যাধুনিক হার্টের চিকিৎসা চালু হল শিলিগুড়ি আনন্দলোক মাল্টিস্পেশালিটি হাসপাতালে

শিলিগুড়ি আনন্দলোক মাল্টিস্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক হার্টের চিকিৎসার মাধ্যমে ৫৯ বছর বয়সী এক মহিলার প্রাণ বাঁচালেন শিলিগুড়ি আনন্দলোক মাল্টিস্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডঃ প্রিয়ঙ্কর মন্ডল।

জানা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখ ওই ভদ্রমহিলা আনন্দলোক হাসপাতালে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হন। এরপর পরীক্ষা করে দেখা যায় ওই ভদ্রমহিলা জটিল প্রকৃতির হার্টের ইলেক্ট্রিক্যাল সমস্যায় ভুগছেন। যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ” TORCEDS DE POINTES” বলা হয়। তবে হার্টের ইলেক্ট্রিক্যাল সমস্যা সমাধানের জন্য বিশেষ ধরনের পেসমেকার সফলতা পূর্বক প্রতিস্থাপন করা হয় শিলিগুড়ি আনন্দলোক মাল্টিস্পেশালিটি হাসপাতালে।

হাসপাতালের কর্ণধার ডঃ সুশান্ত রায় বলেন, এই করোনা পরিস্থিতিতেও স্বল্প খরচে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যাধুনিক চিকিৎসা পরিসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর।