আনলক পর্বে পর্যটকের দেখা মিলল মিরিকে

আনলক পর্বে এবার পর্যটকের দেখা মিলল মিরিকে। অতিমারী করোনা পরিস্থিতিতে শুরু থেকেই পর্যটকদের আনাগোনায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল সমস্ত পর্যটন কেন্দ্রেই। তবে, আনলক পর্বে একাধিক ক্ষেত্রে শিথিলতা জারি হয়। ক্রমেই ছন্দে ফিরতে শুরু করে পর্যটন শিল্প। এমতবস্থায় এবার মিরিকে পর্যটকের দেখা মেলায় খুশির আবহ লক্ষনীয় পর্যটন ব্যবসায় যুক্ত বিভিন্ন মহলের মানুষদের মধ্যে।

এদিন মিরিকে ঘুড়তে আসা এক পর্যটক বলেন, সরকারের এই বিষয়টি নিয়ে ভাবা উচিৎ কি করে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এছাড়াও তিনি আরও বলেন, এমনটা চলতে থাকলে এম্পলয়মেন্ট সমস্যাও দেখা দেবে আগামীতে।