খড়িবাড়ির প্রথম করোনায় আক্রান্ত মহিলা করোনায় জয়ী হয়েও জীবন যুদ্ধে হার মানলেন
⚫করোনায় জয়ী হয়েও জীবনযুদ্ধে হেরে গেলেন
⚫ঝুলন্ত দেহ উদ্ধার হয় খড়িবাড়ির প্রথম করোনা আক্রান্ত মহিলার
খড়িবাড়ি, ৫ আগস্ট: করোনা জয়ী হয়েও জীবনযুদ্ধে হার মানলেন খড়িবাড়ি ব্লকের খলটাবাজার জোতের বাসিন্দা সাবিত্রী দেবনাথ(৫৯)। বুধবার সকালে নিজ বাসভবনে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সাবিত্রী দেবীর। গত মে মাসে মুম্বাই থেকে ক্যান্সার এর চিকিৎসা করে খড়িবাড়িতে ফেরার পর করোনায় আক্রান্ত হন তিনি।
মাটিগাড়ার কোভিড হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সব ঠিক ছিল। আজ ৫ই আগস্ট তার লাস্ট কেমোথেরাপি ছিল কিন্তু এদিন তার অস্বাভাবিক মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা খড়িবাড়ি জুড়ে। পরে খড়িবাড়ি
থানার পুলিশ সকাল ৮.৩০ নাগাদ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
বিকেল সাড়ে পাঁচটা(৫.৩০)নাগাদ।