টিকটক নিষিদ্ধ হল আমেরিকায়

আমেরিকায় চিনা অ্যাপ টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার দুটি প্রশাসনিক আদেশে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এগুলি জাতীয় নিরাপত্তার পরিপন্থী। দেশের অর্থনীতির পক্ষেও ক্ষতিকর। তা বিদেশনীতিরও বিরোধী। আগামী ৪৫ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে ভারতে নিষিদ্ধ হয়েছে টিকটক ও উইচ্যাট সহ ১০৬টি চিনা অ্যাপ। ট্রাম্প বলেছেন, এখন টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হবে। টিকটক চিনা কোম্পানি বাইটড্যান্স লিমিটেড। সেটি স্বয়ংক্রিয়ভাবেই ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে। ফলে চিনা কমিউনিস্ট পার্টি আমেরিকানদের যাবতীয় তথ্যচুরি করে নিচ্ছে। তা দিয়ে ব্যক্তিগত ব্ল্যাকমেল, কর্পোরেট গোয়েন্দাগিরি চালায় তার। চিনা কমিউনিস্ট পার্টির মতে যা রাজনৈতিকভাবে সংবেদনশীল সেগুলি তারা মুছেও দিচ্ছে। হংকংয়ের প্রতিবাদ আন্দোলন বা উইঘুরের মুসলিম সংখ্যালঘুদের সম্পর্কে পোস্ট তারা সেন্সর করছে। চিনা কমিউনিস্ট পার্টির তারা মিথ্যা প্রচারও করে।