ফের তিন রয়্যাল শাবকের জন্ম দিল শীলা, খুশির আমেজ বেঙ্গল সাফারিতে
গর্ভবতী হওয়ার ৩ মাস ১১ দিন পর তিন রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম দিল শীলা। খুশির আমেজ সমস্ত বেঙ্গল সাফারি জুড়ে। তিন খুদে রয়্যাল বেঙ্গল টাইগার সহ মা শীলা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। বেঙ্গল সাফারির চিকিৎসকই তাদের দেখাশোনার দ্বায়িত্বে রয়েছেন।
বেঙ্গল সাফারি সূত্রে খবর, পূর্বেও তিন শাবকের জন্ম দিয়েছিল শীলা। নাম ইকা, রিকা, কিকা যদিও ইকার মৃত্যু হয়। বর্তমানে রিকা ও কিকা দাপিয়ে বেড়াচ্ছে বেঙ্গল সাফারি। এদিকে নতুন করে তিন রয়্যাল বেঙ্গল টাইগার জন্ম নেওয়ায় মোট সংখ্যা দাঁড়াল ৭। শীলা, বিভান, রিকা, কিকা ও নতুন তিন শাবক।
বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরম দেও রাই জানান, মা সহ তিনটি শাবক সুস্থ রয়েছে। শাবকরা এখন মাতৃদুগ্ধই পান করছে। বেঙ্গল সাফারিতে থাকা চিকিৎসকই তাদের চিকিৎসা করছে।