রামমন্দির ভারতীয় ঐতিহ্যের আধুনিক প্রতীক, বললেন মোদি

রামমন্দির ভারতের ঐতিহ্যের আধুনিক প্রতীক হবে। কোটি কোটি মানুষের সম্মিলিত প্রতিজ্ঞার প্রতীক। এই মন্দির ভবিষ্যতের প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ১৫ আগস্টের পর এটাই ভারতের স্বাধীনতা দিবস। অযোধ্যার রামমন্দিরের ভূমিপূজনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সভায় বলেন, দেশের প্রতিটি হৃদয় এখন প্রজ্জ্বলিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বহুবছর তাঁবুর নীচে থাকা রামলাল্লা এখন বিরাট মন্দিরে অধিষ্ঠিত হবেন। প্রত্যেকের হৃদয়েই রামের বাস। তিনি বলেন, রামমন্দির তৈরি হলে শুধু জাঁকজমকই নয়, অর্থনীতিও বদলে যাবে। গোটা দুনিয়ার লোক এখানে আসবেন।
আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, সারা দেশে আজ আনন্দের স্রোত বইছে। ভারতকে আত্মনির্ভর হওয়ার জন্য আত্মবিশ্বাস আজ অর্জিত হল। আরএসএস প্রধান বালাসাহেব দেওরস বলেছিলেন, ২০-৩০ বছর পরে রামমন্দির স্থাপিত হবে। ৩০ বছর সংগ্রাম করার পর আজ তা হয়েছে। যোগী আদিত্যনাথ বলেন, বিশ্ব দেখছে, নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের সব বিবাদই গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে সমাধান হচ্ছে।