রোলারের ধাক্কায় মৃত এক ব্যাক্তি, তদন্তে পুলিশ
রোলারের ধাক্কায় মৃত এক ব্যাক্তির। ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুরনিগমের পাতিকলোনী এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, সকাল থেকেই ওই এলাকায় রাস্তার কাজ হচ্ছিল। বিকেলের দিকে হঠাৎই একটি আওয়াজ শোনা যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তারপরই এক শ্রমিকের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে, এখনও পর্যন্ত ওই ব্যাক্তির নাম, ঠিকানা পাওয়া যায়নি। এই বিষয়ে বিস্তারিত তদন্ত করছে প্রধাননগর থানার পুলিশ।