ফের বাঁধা, নাবালিকার সঙ্গে দেখা না করেই ফিরতে হল বিজেপি নেত্রীকে
ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল অর্থাৎ ২৪ আগষ্ট বাঁধার মুখে পড়তে হয়েছিল বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। পুলিশ প্রশাসনের বাঁধায় ফিরে যেতে হয় তাকে। এদিনও তার নড়চড় হয়নি, ফের নাবালিকার সঙ্গে দেখা করতে এসে নিরাশ হয়ে ফিরতে হল।
জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার অন্তর্গত খড়িবাড়ি এলাকার এক বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটে শনিবার। ওই নাবালিকা বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে এদিন দ্বিতীয়বার দেখা করতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। যদিও ওয়ার্ডে ঢুকতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পড়তে হয় তাকে। ফলে এবারও ফিরে যেতে হয় তাকে।
অগ্নিমিত্রা পাল জানান, কালও দেখা করতে পারিনি। আজও হল না। পুলিশবাহিনী মজুত আছে সেখানে। নাবালিকার শারীরিক অবস্থা ভাল নয় বলে চিকিৎসক ঢুকতে দিচ্ছে না। তবে, আমার মনে হয় কিছু গোপন করা হচ্ছে। তাছাড়া হাসপাতালের ভেতরের অবস্থাও ভীষন খারাপ।