ফাঁসিদেওয়ায় মর্মান্তিক ঘটনা কিশোরের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকয়


ফাঁসিদেওয়া: শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের জ্যোতি নগর এলাকায় পিচ্ছিল নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। মৃত কিশোরের নাম সমেরুল। এদিন কয়েকজন ওই নদীতে মাছ ধরতে গিয়ে পাটের বোঝার মধ্যে আটকে থাকতে দেখতে পায় কিশোরকে। খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।