খড়িবাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন
খড়িবাড়ি অঞ্চলের রুপনজোত গ্রামের থানঝোড়া মোড়ে, আজ ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন।।
বিতরণ করা হয় ।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক-পরিমল সিনহা, দার্জিলিং জেলা যুব সম্পাদক-মুকুল সরকার, মাইনরিটি সেলের অঞ্চলের সভাপতি মহঃ জাহাঙ্গীর আলম ,তৃণমূল কংগ্রেসের ব্লক ছাত্র সভাপতি-রাজেশ সরকার, খড়িবাড়ি অঞ্চলের তৃণমূল ছাত্র সভাপতি-অরিজিৎ দেবনাথ।
এই অনুষ্ঠানটির সম্পূর্ণ আয়োজোক ও কার্যকরী ভূমিকা পালন করেন খড়িবাড়ি তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি-নরেশ রায় সরকার।
এছাড়া-ধনঞ্জয় সিংহ, উপাসু সিংহ, সাগর মালাকার, আলিমুদ্দিন আনসারি পঞ্চানন রায় সরকার, মিঠুন সিংহ, মিনু রায়, প্রিতম কর্মকার, প্রদ্যুৎ দাস সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।