আর পাঁচটা বছরের তুলনায় এ বছরের স্বাধীনতা দিবস একটু ভিন্ন প্রকৃতির।
গতকাল ১৫ আগস্ট ভারতের ৭৪-তম স্বাধীনতা দিবস উদযাপন হিসেবে নবারুণ গ্রুপের সদস্যরা মাক্স বিতরণ করলেন জনসাধারণকে
,তারা জানান
আর পাঁচটা বছরের তুলনায় এ বছরের স্বাধীনতা দিবস একটু ভিন্ন প্রকৃতির।
সকলেই জানি বর্তমানে সমগ্র বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে করোনা ভাইরাসের দাপট বিশ্বের সমগ্র প্রান্তে ছড়িয়ে পড়েছে,এমনকি আমাদের দেশও করোনা পরিস্থিতি তে জর্জরিত।আমাদের এলাকাতেও এর প্রভাব পড়েছে।
সে কারণে "নবারুণের" পক্ষ হতে এবারের স্বাধীনতা দিবস কে পালন করা হলো একটু অন্য রকম ভাবে।
নবারুণের সদস্য নারায়ণ বর্মন এর উদ্যোগে দক্ষিণ কোটিয়া জোতে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে করোনা সতর্কবাণী প্রেরণ ও ১০০টি মাস্ক বিতরণ করার মধ্য দিয়ে এবারের স্বাধীনতা দিবস পালন করা হয়।
আমাদের সামান্য সচেতনতা আমাদের এই করোনা পরিস্থিতি কাটিয়ে তুলতে সাহায্য করবে।
করোনা সম্পর্কিত সমস্ত রকম সচেতনতা অবলম্বন করুন,সুস্থ পৃথিবী গড়ে তুলুন।
***
পাশাপাশি নবারুণের সদস্যরা জানান তাদের
সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং নবারুণের সঙ্গে থাকতে।