প্রয়াত শ্যামল চক্রবর্তী
করোনায় আক্রান্ত হয়ে এবার মৃত্যু হল সিপিএমের প্রবীণ শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তী। বেশ কয়েকদিন ধরেই প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি মন্ত্রী ছিলেন। হয়েছিলেন রাজ্যসভার সাংসদও। প্রমোদ দাশগুপ্তের হাতেগড়া কয়েজন তরুণ তুর্কির একজন শ্যামলবাবু। বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তীর সঙ্গেই বলতে গেলে ছাত্র রাজনীতি থেকেই উত্থান তাঁর। তাঁর স্ত্রী আগেই প্রয়াত। মেয়ে ঊষসী চিত্রাভিনেত্রী। ঊষসীর কাছে ফোনে শ্যামলবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।